• বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

কবিরহাটে কলেজ ছাত্রদল সভাপতি ও সম্পাদকের নেই ছাত্রত্ব

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের ছাত্রত্ব নেই এমন অভিযোগ উঠে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

গত ২৩ শে মার্চ কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণা করা হয় এতে ছাত্রদলের এক অংশ অবৈধ কমিটি ও পকেট কমিটি বলে প্রতিবাদ সমাবেশ করেন। এতে ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করায় উত্তাল হয়ে উঠে কবিরহাট সরকারি কলেজ। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে জুতা মিছিল করেন ছাত্রদলের এক অংশ এবং অবৈধ কমিটিকে বাতিল করার আহ্বান জানান।

এর আগে গত ১০ এপ্রিল নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষা চলাকালে ছাত্রীদের কক্ষে প্রবেশ করে অসৎ সহযোগিতার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাইফুল ইসলাম আকাশকে শোকজ করেন কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ ২০২০ সালে এইচএসসি তে অটো পাস করেন। তারপর থেকে তিনি প্রায় অর্ধযুগ স্নাতকে ভর্তি হন নি, সেই পড়াশোনায় অনিয়মিত তার ছাত্রত্ব নেই এমনটা জানা যায়।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন ২০১৮-১৯ সেশনে স্নাতকে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে তিনি পড়াশোনায় অনিয়মিত, নেই ছাত্রত্বও।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল কর্মী ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ছাত্রত্বহীন কবিরহাট সরকারি কলেজ ছাত্রদল কমিটি। এই কমিটিতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে কমিটি করা হয়েছে। আমরা আগে এই কমিটিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছি, ভবিষ্যতেও দিয়ে যাব। যাদের সাথে শিক্ষার কোন সম্পর্ক নেই তারা কিভাবে কলেজ ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হয়। তারা আরো বলেন, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিন তাদের কোন ছাত্রত্ব নেই। ছাত্রত্বহীন ছাত্রদলের এই কমিটি বাতিল করার আহবান জানায় তাঁরা।

অভিযোগের বিষয় জানতে চাইলে কবিরহাট কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ কে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ছাত্রত্ব আছে তবে সভাপতির ছাত্রত্ব নেই। তবে তার কাছে ছাত্রত্বের কাগজপত্র চাইলে, তিনি পাঠাবেন বলে জানান। কিন্তু, তারপর থেকে নুরুল ইসলাম শাহিন কে একাধিক বার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।

এই বিষয় জানতে চাইলে কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী বলেন, বর্তমানে কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দুই জনের ছাত্রত্ব নেই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd