• রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা

জন সংলাপ ডেস্ক:

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু’দেশ। সমঝোতা অনুযায়ী, শনিবার (১০ মে) বিকাল ৫টা থেকে তীব্র সংঘাতময় পরিস্থিতি বন্ধ হয়েছে। এর কিছুক্ষণ পরই সবধরনের ফ্লাইটের জন্য খুলে দেয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশসীমা সমস্ত ফ্লাইটের জন্য সম্পূর্ণরূপে খুলে দেয়া হয়েছে। কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরপরই এই ঘোষণা আসলো।

গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওইদিন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।

ভারতের ‘অপারেশন সিঁদুর’ সেনা অভিযান ও পাকিস্তান বিমানবাহিনীর তিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাল্টা জবাব দিতে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে ইসলামাবাদ। এ অভিযানের আওতায় শুক্রবার রাতে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী।

এমন পরিস্থিতিতে শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান এবং ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দেন।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া পোস্টে বলেন, পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত- পাকিস্তান। পাশাপাশি পৃথকভাবে বিষয়টি জানায় দিল্লি ও ইসলামাবাদও।

Facebook Comments Box

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd