স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রামে থেকে বিক্রির উদ্দেশে নোয়াখালীতে নেওয়ার পথে ৬টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডের বাঁশবাঁড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও অস্ত্র জব্দ করা হয়।
শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত আসামিরা হলো– বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ণ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ত্রগুলো মহেশখালীতে তৈরি করা হয়। বিক্রির জন্য এগুলো নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযানের সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হওয়ায় পরে সেখানে তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করা হয়।’
সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়। আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।’
অতিরিক্ত পুলিশ সুপার জন সংলাপকে বলেন, ‘অস্ত্র জব্দ ও দুজনকে আটকের ঘটনায় পুলিশ সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র বিক্রির সাথে মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলমান।’
সম্পাদক ও প্রকাশক- এসএম এহসান চৌধুরী
স্বত্ব সংরক্ষিত - ২০২৫