স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে ফুটেছে হাসি, ফসলের মাঠেই পার করছেন ব্যস্ত সময়।
জেলার সোনাইমুড়ী, চাটখিল, সুবর্ণচর ও সেনবাগ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। অনেক মাঠের ধান ইতোমধ্যে কেটে ফেলেছেন চাষীরা।
গত সপ্তাহে কয়েক দফা আকষ্মিক বৃষ্টিপাতে অনেক কৃষকের মাঠের ধান ভিজে গেছে। আতঙ্কও বিরাজ করছিলো অনেকের মনে। তবে, তেমন একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছেন চাষিরা।
এসব উপজেলা থেকে খবর নিয়ে জানা যায়, শতকরা ৯০ ভাগ ধান কেটে ফেলেছেন কৃষকেরা। ধান মাড়াইয়ের কাজও চলছে পুরোদমে। আবহাওয়া ভালো থাকলে এক সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে এমন দাবি চাষীদের।
জেলার সেনবাগ উপজেলার লিটন, কামরুল, নাসির, সোনাইমুড়ী উপজেলার শহিদ, জসিম, আনোয়ার, চাটখিল উপজেলার মোশাররফ, জুবায়ের, পেয়ার এবং সুবর্ণচর উপজেলার মাকসুদ, আশ্রাফ জন সংলাপকে জানান, চলতি মৌসুমে ধানের ফলন গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ঘটনাও হয়নি বল্লেও চলে। যে কারণে পাকা ধানের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। আমরা আশাবাদী আবহাওয়া ভালো থাকলে আমরা এক সপ্তাহের মধ্যে ধান কাটা পুরোপুরি শেষ করতে পারবো।