স্টাফ রিপোর্টার, নোয়াখালী।
নোয়াখালীতে উদযাপিত হয়েছে বাংলা বছরের প্রথম দিনের আগমনী উৎসব – বাংলা নববর্ষ। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
শোভাযাত্রায় অংশ নেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক। শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলো জেলা প্রশাসনের বিভিনরন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পরবর্তীতে, মুক্তমঞ্চ, জেলা শিল্পকলা একাডেমিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয় সংগীত এবং “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও, বিসিক, নোয়াখালী’র সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালী’র মাঠ প্রাঙ্গণে লোকজ মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে দলীয় ও একক গান, নৃত্য পরিবেশনের পর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় নোয়াখালী জেলা প্রশাসক এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার কর্তৃক বাংলা নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।