স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে পরিত্যক্ত টিনের ঘর থেকে লাড়কি আনতে গিয়ে পাওয়া গেল দেশিও তৈরি পাইপ গান।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাবিল ও সোনাইমুড়ী থানার এসআই সুভাষ পালের নেতৃত্বে যৌথ অভিযানে উপজেলার বজরা ইউনিয়নের বারাহিনগর গ্রামে এই অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুর ১২ টার দিকে উপজেলার বারাহিনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইসলামগঞ্জ বাজারের মুদি দোকান ব্যবসায়ী মনোহর আলীর বাড়িতে তার স্ত্রী পুরাতন টিনের ঘর থেকে লাকড়ি আনতে যায়। ঘরের দরজা খুলে লাড়কি নেন, একপর্যায়ে দেখেন একটি দেশীয় তৈরি পাইপগান। পরে, ওই ব্যবসায়ী সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম।
তবে ব্যবসায়ী পরিবারের দাবি, ওই পরিবারের সদস্যদেরকে পূর্ব শত্রুতার জের ধরে কেউ ফাসাতে পরিত্যক্ত লাকড়ির ঘরে অস্ত্র রেখে গেছে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, এক ব্যবসায়ীর বাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত করবে।