জন সংলাপ ডেস্ক:
যুদ্ধবিদ্ধস্ত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারক পদত্যাগ করেছেন। স্থানীয় সময় শনিবার (৩ মে) তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মুবারক বলেছেন, তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে দেশটির সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম কারণ।
‘আমি আল্লাহুর কাছে প্রার্থনা করি যে আমার উত্তরসূরী যিনি হবেন তিনি যেন তাকে সাফল্য দান করুন, এবং আমি সকলকে তাকে সমর্থন করার এবং আমাদের দেশ যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতিতে তার দায়িত্ব পালনের জন্য তার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি,’ তিনি এক্স-এ দেয়া পোস্টে লিখেছেন।
দুর্নীতি এবং সম্পদের অপব্যবহারের অভিযোগ প্রতিফলিত হওয়ার সাথে সাথে ইয়েমেনি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ক্রমশ বাড়ছে, কারণ বেসামরিক জীবনকে প্রভাবিত করে এমন অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।
সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য ন্যাশনালকে জানিয়েছে যে, মুবারকের স্থলাভিষিক্ত হবেন অর্থমন্ত্রী সালেম সালেহ সালেম বিন ব্রেক। ‘তার সুনাম রয়েছে – এবং তিনি সরকারের মধ্যে দুর্নীতি থেকে দূরে রয়েছেন,’ সূত্রটি জানিয়েছে।